পার্বতীপুরের এই প্রথম বেহায়া চিটিংবাজ UNO ফাতেমা খাতুন| "অবশেষে পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুনকে বদলী করা হোল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে"।। MK TV News

"অবশেষে পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুনকে বদলী করা হোল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে"

 

 

"অবশেষে পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুনকে বদলী করা হোল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে"

হাবিব ইফতেখার, পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীদের আন্দোলনের মুখে তিনি কার্যালয় ছেড়ে সরকারি বাসভবন থেকে দাপ্তরিক কাজ করছিলেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।

অনিয়ম দূর্নীতি ও আওয়ামী প্রীতির সংশ্লিষ্টতার অভিযোগে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে গেল বুধবার বেলা তিনটায় স্থানীয় শহীদ মিনার সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ইউএনও ফাতেমা খাতুনকে অপসারণের দাবিতে। পরে বিক্ষোভ কারীরা ইউএনও কার্যালয়ে গিয়ে অবস্থান নেয় বাক বিতন্ডা হয়। এক পর্যায় কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় থেকে বেরিয়ে বাসভবনে চলে যান ইউএনও। পরদিন বৃহস্পতিবার থেকে তিনি কার্যালয়ে না গিয়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করতে থাকেন।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সাথে কথা হলে পার্বতীপুর উপজেলার ইউএনও ফাতেমা খাতুনের বদলীর বিষয়টি নিশ্চিত করে বলেন হ্যা হ্যা ইতোমধ্যে তাকে রীলিজও দেয়া হয়েছে। একজন এডিএম এর মাধ্যমে আজ সোমবার গমন আগমন দায়িত্ব গ্রহন ও অর্পন প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছিল এ সংবাদ পাঠানো পর্যন্ত। ইউএনও ফাতেমা খাতুনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি আর ফোন রিসিভ করেন নি।

জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলামের সাথে কথা হলে বলেন, ‘অনিয়ম ও দুর্নীতি করার জন্য আমরা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করিনি। কোনো অবস্থাতেই  দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।

হাবিব ইফতেখার,
পার্বতীপুর প্রতিনিধি
০১৭৩৮১৮১১৮৯
১৭।২।২৫

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget