গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত
‘স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্য উত্থানে’ এই শ্লোগানে গাইবান্ধার ঐতিহ্যবাহী ‘গাইবান্ধা প্রেসক্লাব‘র প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
৯ ফেব্রুয়ারি ারবিবার সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রীতি সম্মিলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ ও পুলিশ সুপার নিশাদ এ্যাঞ্জেলা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেসক্লাব চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা পর্বে প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক।
আলোচনা শেষে জুলাই বিপ্লব আন্দোলনে সাহসী সাংবাদিকতায় ৩ সাংবাদিক এবং ফটো সাংবাদিক কুদ্দুস আলমকে ২০২৪ এ প্রেস ফটো এ্যাওয়ার্ড(পিকচার অব দা ইয়ার) হওয়ায় সম্মাননা দেয়া হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
#
খালেদ হোসেন
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা
০৯.০২.২০২৫
Post a Comment