স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল সভায় তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।
আমাদের ইউরোপ ব্যাুরো প্রধান জাকির হোসেন সুমন জানান , সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চ্যুয়াল সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা ও কর্মময় জীবন ও দেশ গঠনে ভূমিকা নেয়া সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালাহউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্হায়ী কমিটি বিএনপি ,বরকত উল্লাহ বুলু ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য , মাহিদুর রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য , এম এ মালিক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি ,রুহুল কবির রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ,আহমেদ আলী মুকিব আন্তর্জাতিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি , কয়সর এম আহমেদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাধারন সম্পাদক যুক্তরাজ্য বিএনপি ,
অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, আবদুল মোনায়েম মুন্না সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ,
এস এম জিলানী সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি , সে সময় ভার্চ্যুয়াল সভার সার্বিক তত্বাবধায়নে ছিলেন ,আনোয়ার হোসেন খোকন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাংগঠনিক সমন্বয়ক। দীর্ঘ প্রায় অড়াই ঘন্টা ভার্চ্যুয়াল সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
Post a Comment