পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা মর...

পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা লাশ উদ্ধার


পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা লাশ উদ্ধার 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে   শ্রী ভরত চন্দ্র রায় (৫০) নামের এক ব্যক্তির  মস্তক বিহীন হাত বাঁধা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

১৮ ফেব্রæয়ারী সকাল ১১ টায় পুলিশ পার্বতীপুর হলদিবাড়ি এলাকার বার্মা ফিলিং স্টেশন এর পাশে রেললাইন উপর থেকে লাশ উদ্ধার করে।

ভরতচন্দ্র পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ৫ নং ইউনিয়নের কালিকাবাড়ি (কুমারপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি রেলওয়েতে  আউটসোর্সিং এ ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

ভরত ছেলে রিপন চন্দ্র রায়  জানাযায় তার বাবা গতকাল বেতন ওঠানোর জন্য বাড়ি থেকে সকালে ১১টায় বের হয়ে আসে। সন্ধ্যার পর থেকে বাবার মোবাইল বন্ধ ছিলো। অনেক খোঁজাখুঁজি করার পরও তার বাবার সন্ধান পাওয়া যায়নি। 

সকালে তার স্ত্রী দৃষ্টি রায়সহ বাবার খোঁজ নেয়ার জন্য শহরে দিকে আসে পথিমধ্যে হলদিবাড়ি বার্মা পেট্রোল পাম্পের নিকট এসে রেল লাইনের দিকে তাকিয়ে দেখে অনেক লোকের জমায়েত নিকটে গিয়ে দেখে তার বাবার লাশ। 
নিহতের ছোট ছেলের স্ত্রী দৃষ্টি রায় জানান, গেল সোমবার সকালে তার শ্বশুর বেতনতোলার কথা বলে পার্বতীপুরে আসে তিনি আর বাড়ী ফেরেনি সন্ধ্যা ৬ টার সময় থেকে  তাকে ফোন করে বাওয়া যাচ্ছিলো না তাই আমরা স্বামী- স্ত্রী খোঁজার জন্য সকালে বেরিয়ে আসি এসে দেখী উনি লাশ হয়ে পড়ে আছে রেল লাইনের পার্শ্বে।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, সকালে হলদিবাড়ি রেল গেট এলাকায় রেল লাইনের পাশে  এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে লাশটি উদ্ধার করেন।  এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে ।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget