তিন তিনবার বদলীর হবার পরেও অদৃশ্য শক্তির দাপটে পার্বতীপুরে বহাল তবিয়তে ই...

তিন তিনবার বদলীর হবার পরেও অদৃশ্য শক্তির দাপটে পার্বতীপুরে বহাল তবিয়তে ইউএনও। MK TV News



তিন তিনবার বদলীর হবার পরেও অদৃশ্য শক্তির দাপটে পার্বতীপুরে বহাল তবিয়তে ইউএনও, বিক্ষুদ্ধ আন্দোলনকারীর কাছে অবরুদ্ধ। অপসারনের দাবী। 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

তিন তিনবার বদলীর হবার পরেও অদৃশ্য শক্তির দাপটে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মেদ অনিক ইসলামকে যোগদান করতে বাধা দান করে, বহাল তবিয়তে ইউএনও ফাতেমা খাতুন। সেই সাথে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগের কারণে, বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা নির্বাহী অফিসে অবরুদ্ধ করে রাখে এবং তাৎক্ষনিক অপসারনের দাবী জানায়। 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আওয়ামী প্রেমী ইউএনও  ফাতেমা খাতুনের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ ও তিন তিনবার বদলীর হবার পরেও নিয়মিত অফিসের মাধ্যমে বিভিন্ন খাতে অনিয়ম সেই সাথে মোটা অংকের ঘুষ গ্রহণ, বদলী বাতিল করে বিশেষ মহলে মিষ্টি বিতরণ ও গরু জবাই করে ভুড়িভোজ করায় এলাকার সাধারণ জনগণের ক্ষোভের সঞ্চার হয়। 

৩য় বারের সময়ে নতুন ইউএনও নিযুক্ত হন কাজী মোহাম্মেদ অনিক ইসলাম। তিনি পার্বতীপুর  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১১ ফেব্রæয়ারী ২০২৫ সালে যোগদান করার জন্য দিনাজপুর ডিসি অফিস থেকে পার্বতীপুর উপজেলায় রওনা দেওয়ার পথিমধ্যে অদৃশ্য শক্তির ফোনালাপে তাকে ফিরত পাঠানো হয়। কিন্তু সবার কাছে একই প্রশ্ন উদিত হয় কি কারণে ইউএনও হিসেবে পার্বতীপুরেই থাকতে চাইছেন ফাতেমা খাতুন। এই সব অঘটনের মুল হোতা কে? তিনি নিজে নাকি ফ্যাসিস্টের শক্তিবলে নিজেকে স্থায়ী হতে চাইছেন। তাইতো সাধারণ জনগণ তাকে পার্বতীপুরের ভাবী হিসেবে ইঙ্গিত করছে।  
তারই প্রেক্ষিতে অপসারনের দাবীতে ২ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্বতীপুর উপজেলর নেতাকর্মীরা। 

১২ ফেব্্রুয়ারী বুধবার বেলা ৩ টায় এই অপসারনের দাবীতে শহরের শহীদ মিনার চত্তরে আন্দোলনের নেতা কর্মীরা একত্রিত হয়ে সড়কে মানববন্ধন করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল শহিদ মিনার সড়ক থেকে উপজেলা চত্তরে নির্বাহী অফিসে গিয়ে বিভিন্ন অনিয়ম, দুনীতির অভিযোগে তোপের মুখে পড়েন নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। 

পরে উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি তরিকুল ইসলামের নেতৃত্বে ফাতমো খাতুনের নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে ইউএন্ও কার্যালয়ে ¯েøাগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এসময় তাকে অপসারনের দাবীতে ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারী নেতাকর্মীরা। দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা ্ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। অপসারনের দাবী তুলে ২ ঘন্টার মধ্যে কর্মস্থল ত্যাগ করার  আল্টিমেটাম দেয় নেতাকর্মীরা। উত্তপ্ত পরিস্থতির তোপের মুখে ইউএন্ও  ফাতেমা খাতুন পুলিশি নিরাপত্তায় অফিস থেকে বের হয়ে উপজেলা কার্যালয়ের নিজ বাসভবনে চলে যান। ইউএন্ও ফাতেমা খাতুন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী আমি এখানে দায়িত্ব পালন করছি। 

তারিখঃ  ১২/০২/২০২৫ 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget