গাইবান্ধার পলাশবাড়িতে বর্নাঢ্য আয়োজনে পালিত হলো এম কে টেলিভিশনের বছরপূর্তি অনুষ্ঠান
"নয় পেরিয়ে দশে পদার্পন ,সবার সাথে এমকে টেলিভিশন"
“স্বাধীকার চেতনে তারুন্য’র দৃষ্টিপাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমকে টেলিভিশনের ৯ম তম বর্ষপূর্তি এবং দশম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়িতে বর্নাঢ্য আয়োজনে পালিত হলো প্রতিষ্ঠা বার্ষিকী।
২৮ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এমকে টেলিভিশন দর্শক ফোরমের উদ্যেগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম কে টেলিভিশনের পলাশবাড়ি প্রতিনিধি ও পলাশবাড়ি মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদার রহমান মাসুদের উপস্থিতিতে, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইয়াসা রহমান তাপাদার।
বিশেষ অতিথি হিসেবে, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতে আমির আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সামাদ মন্ডল, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক পাপুল মিয়া, পলাশবাড়ী রিপোটাস ইউনিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম । আরো বক্তব্য রাখেন, পলাশবাড়ি খবর বাড়ী ২৪ . কম এর সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, বৈশম্য বিনোধী ছাত্রনেতা রানা মিয়া, সাংবাদিক ফেরদাউস মিয়া, ইমরাম সরকার, সাহারুল ইসলাম, আমিরুল ইসলাম,সাগর আহম্মেদ,এরিয়ান রাকিব, এসআই হাবিব, উজ্জলমিয়া,রানা, শিক্ষক মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
, এর আগে স্বাগত বক্তব্য রাখেন,এমকে টেলিভিশনের পলাশবাড়ি প্রতিনিধি সাংবাদিক মাসুদার রহমান মাসুদ।
অতিথিবৃন্দরা এমকে টেলিভিশনের উত্তরোত্তর উন্নতি ও সাফলতা কামনা করেন।
Post a Comment