রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী কর্তৃক এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীতে যৌথ মানববন্ধন করেছে নীলফামারী প্রেসক্লাব ও ক্যামেরা
জার্নালিস্ট এসোসিয়েশন।
৭ আগষ্ট বুধবার বেলা সাড়ে এগারোটায় শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে যৌথভাবে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন।
কর্মসূচিতে ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা একাত্ততা প্রকাশ করেন।
নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ভুবন রায় নিখিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এটিএন নিউজ নীলফামারী প্রতিনিধি মিঠলাদুর রহমান মামুন।
মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সিয়াম, নির্বাহী সদস্য মীর মাহমুদুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মনি মোশাররফ হোসেন, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম আলী, সাধারণ সম্পাদক মামুনার রশীদ মিঠু, এবং অনলাইন ও আইপি টিভি এম কে টেলিভিশন এর স্টাফ রিপোর্টার আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল) এবং নীলফামারী প্রতিনিধি শাহিনুর রহমানসহ আরো অনেকে । কর্মসূচির সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুর আলম।
বক্তরা বলেন, একটি রাস্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম কর্মীদের উপর চালানোই হচ্ছে রাস্ট্রের স্তম্ভের উপর হামলা চালানো। যারা হামলা চালিয়েছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা দেশের সংবিধানকে লঙ্ঘন করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে রাস্ট্রের অন্যান্য স্তম্ভেও হামলা চালাবে।
Post a Comment