গাইবান্ধায় নিজের বাবাকে হত্যা করে ছেলে- প্রেস ব্রিফিংএ পিবিআই I MK TV BD

গাইবান্ধায় নিজের বাবাকে হত্যা করে ছেলে- প্রেস ব্রিফিংএ পিবিআই I MK TV BD

গাইবান্ধায় নিজের বাবাকে হত্যা করে ছেলে- প্রেস ব্রিফিংএ পিবিআই
গাইবান্ধায় চাঞ্চল্যকর বাদশা খুন প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের বাবাকে হত্যা করে ছেলে, পিবিআই এর সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গাইবান্ধার সাদুল্যাপুরের বৈষ্ণব দাস গ্রামের মো.জাহিদুল ইসলাম নিজেই অন্যদের সাথে মিলে তার বাবা সেকেন্দার আলী বাদশাকে হত্যা করে। পিবিআই তদন্তে এই চাঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে। ৬ আগষ্ট দুপুরে মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এ আর এম আলিফ এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছেন । তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ পাঁচ প্রতিবেশির বিরুদ্ধে মামলা করেন জাহিদুল। সে সময় তিনি প্রতিপক্ষে বিরুদ্ধে হত্যার হুমকি প্রদানেরও অভিযোগ করেন । গেল ২০১৮ সালের ৪ মে সকালে, বাদী জাহিদুল ইসলামের বাবা, মো.সেকেন্দার আলী বাদশা বাড়ীর পাশে খুন হন । পরবর্তীতে পিবিআই তদন্ত করে জানতে পারে এই ঘটনার সাথে পাঁচ প্রতিবেশী নয় , তার নিজের ছেলে জাহিদুল ও একই এলাকার মো. জামাত আলী, মো. আব্দুল মান্নাফ , মো. আব্দুল আজিজ জড়িত। পিবিআই এর জিজ্ঞাসা বাদে গ্রেফতার আসামী মো. জামাত আলী চলতি বছরের ৪ সেপ্টেম্বর আদালতে স¦ীকারোক্তিমূলক জবানবন্দি দেন । পুলিশ সুপার আরো বলেন, ছেলের পরিকল্পনা অনুযায়ী ওই চার আসামী সেকেন্দার আলী বাদশাকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালালে তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে আসামীরা চলে গেলেও পর দিন কৌতূহল বশত বাশ ঝাড় ফিরে গিয়ে বাদশাকে মুমূর্ষু অবস্থায় দেখেন। এসময় স্থানীয় এক ব্যাক্তি তাদের দেখে ফেললে তারা বাদশাকে সংকটজনক অবস্থায় নিজ বাড়িতে নিয়ে যান । কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এরপর ছেলে বাদী হয়ে প্রতিপক্ষকে ফাসাতে মামলা করে। সংবাদ সম্মেলন চলাকালে নিহতের ছেলে জাহিদুল ইসলাম ও অন্য খুনি মো.আব্দুর আজিজ কে সাংবাদিকদের সামনে আনা হয়।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget