গাইবান্ধার পলাশবাড়ীতে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি সমাবেশ স্থানীয় শহীদ মিনার চত্ত¡রে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ কামরুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, থানা ইনচার্জ মাসুদরানা, প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, ঈমাম, পুরোহিতসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। এর আগে জাতীধর্ম নির্বিশেষে একে অপরকে ফুল বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন।
এসময় উপজেলা সামাজিক সম্প্রতি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সামাজিক সম্প্রতি রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন ভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যার যার ধর্ম তার তার মত করে স্বাধীন ভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। দেশ প্রেম ঈমানের অঙ্গ। আমরা একে অপরের প্রতি সহনশীল হলে দেশ জাতির কল্যাণ এবং সমাজিক উন্নয়ন করা সহজ হবে।
#MKTVBD #MKTVBDNEWS #MKTELEVISION
Post a Comment