ইতালির রোমের পুলিশের তাড়া খেয়ে দৌড়ে পালানোর সময় গাড়ীর সাথে ধাক্কায় বাংলাদশী গুরুতর আহত । MK TV BD
ইতালির রাজধানী রোমের ক্লোসিওর কাছাকাছি চিরকো মাছসিম্মো রোডে মিউনিচিপিও পুলিশের তাড়া খেয়ে নান্টু চৌধুরী নামে এক বাংলাদশী দৌড়ে পালানোর সময় দ্রুত গতিতে আশা গাড়ীর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
প্রতক্ষ্য দর্শী একজন জানান,
ঘটনাটি আশেপাশের কয়েকজন বাংলাদেশী পুলিশ কে জানালে সাথে সাথে পুলিশ ও এম্বুল্যান্স ঘটনা স্থলে উপস্থিত হন, আশংকাজনক নান্টু কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শনার্থীদের ভাষ্যমতে নান্টুর অবস্থা আশংকা জনক। এ ঘটনায় মিউনিচিপিওর পুলিশের বিরুদ্ধে ও প্রাইভেটকারের মালিকের বিরুদ্ধে দুটি প্রাথমিক মামলা রুজু করার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। আহত নান্টু বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়া জেলার অধিবাসী বলে জানা যায়।
#MKTVBD #MKTELEIVISON #MKTVBDNEWS
Post a Comment