গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম বাংলার প্রাচীন চরিায়ত ঐতহ্যি মাছ ধরার উৎসব প্রতযিােগতিা অনুষ্ঠতিMK TV BD

গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম বাংলার প্রাচীন চরিায়ত ঐতহ্যি মাছ ধরার উৎসব প্রতযিােগতিা অনুষ্ঠতিMK TV BD

গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম বাংলার প্রাচীন চরিায়ত ঐতহ্যি মাছ ধরার উৎসব প্রতযিােগতিা অনুষ্ঠতি MK TV BD
গ্রামীণ জনপদে মাছ ধরার চিরচেনা এমন দৃশ্য এখন আর আগের মত দেখা যায় না। ভরাট হয়ে যাচ্ছে আমাদের হাওর বাওর খাল-বিল ডোবা জলাশয়। যেখানে সেখানে অবাধে মাছের বিচরণ নেই। ক্ষেত খামারে রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের ফলে দিন দিন দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নওদা গ্রামের মতিরমোড় এলাকায় বাংলার প্রাচীন চিরায়ত ঐতিহ্য মাছ ধরার উৎসব দেখা যায়। ওইস্থানে হাটু পানির একটি পুকুরে স্থানীয় উৎসুক মানুষেরা আনন্দ উৎসব করে মাছ ধরতে নামে। উৎসুক লোকজন আনন্দের সাথে মাছ ধরতে পারছে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। দেশের করোনা কালীন সময়ে মানুষ অনেকটা ঝিমিয়ে পড়েছিল,তাদেরকে একটু আনন্দ দিতেই এমন উদ্যোগ নিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক মানিক মিয়া। কাতুলি গ্রামের হারুন মিয়া জানান, এভাবে উৎসব মুখর পরিবেশে মাছ ধরে স্থানীয় লোকেরা হৈ-চৈ করে অনেক আনন্দ পায়েছি। আমি এ ব্যতিক্রমি মাছ ধরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে খুব খুশি,আমি ২টি পাঙ্গাসমাছ ধরতে পেয়েছি।
#MKTELEVISION #MKTVBD #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget