নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২ । MK TV BD
নীলফমারীতে সড়ক দূর্ঘটনায় ট্রাক্টরের চাকার ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত ও
২ জন আহত হয়।
১ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার ডোমার-জলঢাকা সড়কের
একবট নামক স্থানে চাল বোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়লে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, মটকপুর এলাকার আফছারুল ইসলাম, ও ডিমলা এলাকার জহুরুল
ইসলাম। আহতরা হলেন, জহুরুল ইসলামে বোন লিমা ও
তার স্বামী শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডোমার হতে প্রায় ১০ টনের একটি চালবোঝাই ট্রাক্টর জলঢাকা
যাওয়ার পথে একবট নামক স্থানে অতিরিক্ত ওজনের কারণে ট্রাক্টরের চাকা খুলে যায়।
এতে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের উপর ট্রাক্টরটি পড়ে যায়।
এতে ঘটনাস্থালে জহুরুল নিহত হয়। আর রংপুর মেডিকেলে নেওয়ার পথে আফছারুল নিহত হয়।
তবে বাকি দুই জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
অতিরিক্ত পন্য নেওয়ার কারণে ট্রাক্টরের চাকা খুলে গেছে এবং হালচাষে ব্যবহৃত
ট্রাক্টর সড়কে পন্য পরিবহন বন্ধের দাবী করছেন ভুক্তভোগীরা।
#MKTVBDNEWS #MKTVBD #MKTELEVISION
Post a Comment