গাইবান্ধায় জেলা পুলিশের উদ্যোগে পলমল সুপারশপ এবং পুলিশ ক্যাফে‘র উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধায় জেলা পুলিশের উদ্যোগে পলমল সুপারশপ এবং পুলিশ ক্যাফে‘র উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ আজ শনিবার বিকেলে গাইবান্ধা সদর থানা সংলগ্ন এলাকায় পলমল সুপারশপ এবং ট্রাফিক পুলিশ ব্যারাক সংলগ্ন এলাকায়
পুলিশ ক্যাফে‘র উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদার রহমান, টিআইও নুরআলমসহ অন্যরা।
উদ্বোধন এর পর ডিআইজি প্রতিষ্ঠান দুটি ঘুরে ঘুরে দেখেন। এবং তিনি জানান, পলমল শপে দেশের সকল নির্ভেজাল ও গুণগতমানসম্পন্ন পণ্যসামগ্রী সুলভমূল্যে বিক্রয় করা হবে। কোনো পণ্যের দাম বেশি নেয়া হবে না। বাইরের বাজারগুলোর চেয়ে কম রেটে এসকল পণ্যসামগ্রী বিক্রয় করা হবে। অন্যদিকে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়া যাবে পুলিশ ক্যাফেতে।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS
Post a Comment