দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে করোনা আবির্ভাবে আবারো কয়লা উত্তোলন বন্ধ। MK TV BD
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি প্রায় তিন মাস পর ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন কুপে কয়লা উত্তোলন শুরু হলে ৩ দিন পর আবারো বন্ধ হয়ে গেলে কয়লা উত্তোলন।
খনিতে ৩০০ জন চীনা ও ৪০০ জন বাংলাদেশি শ্রমিক অবস্থিত করছিল। এর মধ্যে ২৬ জুলাই ১৪৩ জন শ্রমিকের রেনডোম পরীক্ষা করা হয়। এতে ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। পরে ২৮ জুলাই ৩০৫ জন চীনা ও বাংলাদেশি শ্রমিকের করোনার নমুনা নেওয়া হয়। এর মধ্যে ২৯২ জন চীনা ও ১৩ জন বাংলাদেশি শ্রমিক ছিল। ৩০৫ জনের মধ্যে ৩৪ জন চীনা ও ২ জন বাংলাদেশি শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া যায়।
কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, করোনার নমুনা রিপোর্ট পাওয়ার পর চীনা শ্রমিকদের স্পর্শে থাকা শ্রমিককে সরিযে নেয়া হয়। এছাড়া নতুন যন্ত্রপাতি স্থাপনের কারণে অন্তত ৭ থেকে ১০ দিন কয়লা উত্তোলন সম্ভব নয় বলে তিনি জানান। নতুন ফেইজ থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হয়েছিলো ২৬ জুলাই। তিনদিনে প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।
কয়লার যথেষ্ট পরিমান মজুদ থাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হবে না বলে ব্যবস্থাপনা পরিচালক আশা ব্যাক্ত করেন।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS
Post a Comment