সৌদিআরবে উদযাপিত হলো ঈদুল আজহার জামাত।
ত্যাগের মহিমা ও পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয উত্সব পবিত্র ঈদুল আজহা। ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নিতে ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নব্বী ছাড়া জেদ্দা, রিয়াদ, তাইফ, আবহা, দাম্মাম, ইয়ানবু, খামিশ মোশাইদসহ বিভিন্ন অঞ্চলের অসংখ্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর পরপরই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা পূরণে তারা পশু কোরবানি করেন। ঈদের নামাজে মুসলিম বিশ্বের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে হজের দ্বিতীয দিনে হাজীরা মুজদালিফায রাত্রি যাপন শেষে সকাল থেকে মুজদালিফা থেকে মিনায় জমায়েত হওয়া শুরু করেছেন । মিনায় তিন জামরাতে হাজীরা শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপ করবেন। পরে কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হবেন হাজীরা।
#MKTVBD #MKTVBDNEWS #MKTelevision
Post a Comment