ঘোড়াঘাট রানিগঞ্জে এম্বোলেন্সসহ চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা। MK TV BD

ঘোড়াঘাট রানিগজ্ঞ ৩নং শিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের উদ্দোগে এম্বোলেন্স সহ চাবি হস্থান্তও উপলক্ষে আলোচনা সভা হয়
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ৩নং শিংড়া ইউনিয়ান পরিষদ চত্বরে এম্বোলেন্সের চাবি গাড়ী হস্থান্তও উপলক্ষে এক জনসভা হয়। উক্ত সভায় জনসাধারনের সেবা প্রদানের লক্ষে একটি এম্বোলেন্সসহ চাবি হস্থান্তর করেন। এ জনসভা অনুষ্ঠানে শিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম। এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ,৪নং ইফপির চেয়ারম্যান আসাদুজ্জামান ও ওসি তদান্ত মমিন উদ্দিন। এ ছাড়াও সাংবাদিক মোনোরনজন এবং সহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে এম্বোলেন্স ও চাবি নির্বাহী অফিসারকে হস্থান্তর করেছে।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget