দিনাজপুরের পার্বতীপুরে দু’পরিবারের যাতাকলে পড়ে খাদিজার গলায় ফাঁস I MK TV BD

দিনাজপুরের পার্বতীপুরে দু’পরিবারের যাতাকলে পড়ে খাদিজার গলায় ফাঁস I MK TV BD #parbatipur #parbatipur_news #MKTELEVISION #MKTVBD #mktvbdnewstoday #d

দিনাজপুরের পার্বতীপুরে দু’পরিবারের যাতাকলে পড়ে খাদিজার গলায় ফাঁস
দিনাজপুরের পার্বতীপুরে রোস্তমনগর এমাজ উদ্দিন সড়কের হামজালার পারিবারিক কলহর জের ধরে স্ত্রী খাদিজা তার গলায় ওড়না পেচিয়ে রান্নাঘরের সেলিংবেষ্টিত লোহার রডের সাথে বেঁধে আত্মহত্যা করে। ০৫ জুলাই মঙ্গলবার আনুমানিক বিকাল ৪ টার দিকে চিত্রশিল্পী নাজিরের ভাড়া বাড়িতে রান্না ঘরে লোহার রডের সাথে স্ত্রী খাদিজা তার গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় এলাকার লোকজন জানালা দিয়ে দেখতে পায়। ঘটনা সুত্রে এলাকাবাসী জানায়, এমাজ উদ্দিন সড়ক এলাকায় চিত্রশিল্পী নাজিরের বাড়ির ভাড়াটিয়া মোঃ হামজালা (৪৫) এর সাথে খাদিজা (৩৪) গেল জুনের ১৬ তারিখে এই দম্পত্তি চিত্রশিল্পী নাজিরের বাড়িতে বাসা ভাড়া নেয়। দুই বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। তাদের দুজনের পূর্বে দুটি সংসার ছিল। খাদিজার পূর্বে স্বামী ক্যান্সারে মৃত্যু বরন করে এবং ২টি ছেলে সন্তান ছিল। বেশ কয়েক মাস আগে ১ম ১৪ বছর বয়সী ছেলে সন্তানটি পারিবারিক কলহের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বর্তমান ১০ বছরের ছেলে সন্তানকে নিয়ে হামজালার সাথে নতুন সংসারে আবদ্ধ হয়। এদিকে হামজালার আগের একটি সংসার আছে। হামজালা ও খাদিজার মধ্যে এসব বিষয় নিয়ে প্রায় ঝগড়া লেগেই থাকতো। এব্যাপারে খাদিজার চাচাতো বোনের এবং বাড়ীর মালিকানীর সাথে কথা হলে তারা বলেন প্রতিদিনের মত আজ সকালে তাদের ঝগড়া হয়। তাদের দুজনকেই এলাকার উপস্থিত জনেরা বুঝিয়ে সকলে চলে যায় নিজ নিজ কাজে। তখন থেকে স্বামী হামজালাকে বাড়ীর আসে পাশে কেউ দেখতে পায়নি। রিপোর্ট লিখা পর্যন্ত তার সন্ধান মিলেনি। ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থালে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget