ইতালির ভেনিসে বাংলা একাডেমির উদ্ভোধন হয় I MK TV BD

ইতালির ভেনিসে বাংলা একাডেমির উদ্ভোধন হয় I MK TV BD

ইতালির ভেনিসে বাংলা একাডেমির উদ্ভোধন হয় I MK TV BD
প্রবাসে বেরে উঠা বাংলাদেশী শিশুদের মাতৃভাষা সহ ইতিহাস, ঐতিহ্য , সংস্কৃতি শিক্ষা দানের লক্ষ্যে ইতালির ভেনিসের মারঘেরায় অনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হলো বাংলা একাডেমি ভেনিসের কার্যক্রম । শহরের চিতা মারঘেরা গির্জা হলে আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে বাংলা একাডেমির উদ্ভোধন করেন ইতালির মিলানে কনসুলেট অফিসের কনসাল জেনারেল এম, জে, এইচ জাবেদ। সে সময় উপস্থিত প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান, ডক্টর সৌরভ দাস গুপ্ত সহ স্হানীয় সাংবাদিকরা। পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । সোনিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা যৌথ ভাবে পরিচালনা করেন আজাদ খান ও জুম্মন অনিক। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ভেনিসের কা ফুস্কারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর অনিমেষ কুমার গাইন , বাংলা একাডেমির প্রদান শিক্ষিকা সোমা সাহা , সহকারী প্রধান শিক্ষিকা ইঞ্জিনিয়ার সেজুতি বর্ধন , ভেনিস আওয়ামীলীতের সভাপতি ইদ্রিস হালদার , বাংলাদেশ এসোসিয়েশন ভেনিসের সভাপতি মুহাম্মদ আলী , সাধারন সম্পাদক জব্বার মাঝি, নাগরিক কমিটি ভেনিস এর সভাপতি আবুল কাশেম শিকদার , মানব কল্লান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম জমাদার , কিশোরগন্জ জেলা সমিতির স্হায়ী কমিটির প্রধান আব্দুল মান্নান, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসাইন, জভান্নি পের উমেনিতার সভাপতি প্রিন্স হাওলাদার , ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল সহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল এম, জে এইচ জাবেদ বলেন, প্রবাসে ছেলে, মেয়েদের বাংলা শিক্ষা প্রসারে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে। সে ক্ষেত্রে অভিভাবকদের ও এগিয়ে আসতে হবে, বাংলা শিক্ষার পাশাপাশি তিনি ইতালিয়ান ভাষা শিক্ষার প্রতিও জোর দিতে বলেন বিশেষ করে নারীদের। ইতালিতে তার আওতাধীন যে জায়গাগুলো তে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে সেখানেউ কনসুলেট অফিসের সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি জানান।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget