ঘোড়াঘাটে জমিতে কিটনাশক জাতীয় ঔষধ ছিটানো এসপ্রে মেশিন ও বীজ-সার বিনামুল্যে বিতরন I MK TV BD
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকদের সহায়তায় জমিতে কিটনাশক জাতীয় ঔষধ ছিটানো এসপ্রে মেশিন ও
বীজ-সার বিনামুল্যে বিতারন কর্মসুচিতে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানসা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম ও কৃষি অফিসার এখলাস হোসেন।
এছাড়াও প্রিন্ট ও ইলেট্রিনিক মিডিয়ার সাংবাদিকরা।
শুক্রবার বেলা ১১টায়-উপজেলা চত্বরে- ঘোড়াঘাট উপজেলার ১শ কৃষকদের সহায়তায় কৃষিপুর্ণ ্এসপ্রে মেশিন ও
ধানের বীজ এবং সার বিনামুল্যে বিতারন করা হয়েছে।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS
Post a Comment