পীরগঞ্জের হত্যাকন্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টাতমুলক শাস্তির দাবিতে মানববন্ধন
রংপুরের পীরগঞ্জের টুকুরিয়ায় রিকশা চালক দিলদার আলী হত্যাকন্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টাতমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাাকাবাসি।
শুক্রবার সকালে টুকুরিয়া বাজারে মানববন্ধনে অংশ নেন এলাকার কয়েকশ নারী ও পুরুষ। এসময় বক্তারা অভিযোগ করেন রিকশা চালক দিলদারকে বাড়ি থেকে তুলে এনে গেল ৬ জুন বাজারের পাশে একটি ছ’ মিলের সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দর্ুৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামীগের গ্রেফতার করছে না। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ টাকার বিনিময়ে অন্যান্য মারপিটকারীদের মামলায় না জড়িয়ে তাদের বাঁচানোর চেস্টা করছে। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নইলে রাস্তায় নামার হুমকি দেন ।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS
Post a Comment