বিরামপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬ শত ৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কনফারেন্স সেন্টারে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী ফয়জুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী হিসাবরক্ষক রায়হান কবির চপলসহ আরো অনেকে।
এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,শিক্ষক, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিল।
বাজেট ঘোষণা শেষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, বর্তমান সরকারে উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখতে ও পৌর এলাকার সকল নাগরিক সুবিধা নিশ্চিত কল্পে ৪৯ কোটি টাকার অধিক বাজেট ঘোষিত হয়।
তিনি আরো বলেন, এই বাজেট পৌরন্ধব। পৌররবাসীর উন্নয়নে এই বাজেট ঘোষণা করা হয় । এবাবের বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়াই শিক্ষা, রাস্তা-ঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দিয়ে সর্বোপরি বিরামপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
#MKTVBD #MKTELEVISION #MKTVBDNEWS
Post a Comment