ভেনিস বাংলা স্কুলের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ইতালির ভেনিসের মেস্রে দান্তে সিনেমা হলে, পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । সোহেলা আক্তার বিপ্লবী ও আশিক পল্স এর উপস্হাপনায় বাংলাদেশের ও ইতালিয়ান জাতীয় সঙ্গীত শেষে আব্দুর রহমান বারির সভাপতিত্বে ভেনিস বাংলা স্কুলের পরিচালনা কমিটির অভিষেক অনুস্ঠিত হয়।
উক্ত অনুস্ঠানে স্হানিয় সংসদ সদস্য নিকলা পেলিকিনি সহ অনেক ইতালিয়ান কর্মকর্তা সহ বাংলা কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেএীবৃন্দ বক্তব্য রাখেন । , বেল্লাল হোসেন ঢালীকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় । পুর্নাঙ্গ কমিটিতে পুনরায় সৈয়দ কামরুল সরোয়ার কে সভাপতি, এই প্রথম কোন নারী সোহেলা আক্তার বিপ্লবীকে সাধারন সম্পাদক, সোহেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
#MKTVBD #MKTVBDNEWS #MKTELEVISION
Post a Comment