প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল। MK TV BDপ্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল। MK TV BD

প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল। MK TV BD #abdulgaffarchowdhury #সাংবাদিকআবদুলগাফফারচৌধুরী #mktvbd #abdulgaffar #jour

‘যতদিন বাংলা ভাষা, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান থাকবে ততদিন আবদুল গাফ্‌ফার চৌধুরী বাঙালির মাঝে বেঁচে থাকবেন বলে উল্লেখ করেন, কনসাল জেনারেল নাজমুল হক, আমাদের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ জানান, গতকাল সোমবার জেদ্দাস্থ স্থানীয় হোটেলে উদ্ভাস সাহিত্য ও সংস্কৃতির ফোরামের উদ্যোগ আয়োজিত প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। উদ্ভাস সাহিত্য ও সংস্কৃতির ফোরামের সভাপতি ফজলুল কবির ভিকুর সভাপতিত্বে ও শিপন এর সঞ্চালনায় আবদুল গাফফার চৌধুরীর জীবন ও স্মৃতি নিয়ে আলোচনার অংশগ্রহণ করেন অধ্যক্ষ মিজানুর রহমান রহমান, অধ্যক্ষ ইসলাম হোসেন, শারতাজুল আলম দিপু, রুমী সাঈদ, অজিউল্লাহ সহ জেদ্দাস্থ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিকরা। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget