জেদ্দায় বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতি সৌদিআরব কর্তৃক আনন্দ উৎসব
বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জেদ্দায় বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতি সৌদিআরব কর্তৃক আনন্দ উৎসব ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সৌদিআরব এর জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি কামরুল হাসান জুয়েল। বোরহান উদ্দিন হাওলাদার ও ওমর তাঁতীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোঃ নাজমুল হক । প্রধান বক্তা ছিলেন হাবিবুর রহমান বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক দেলোয়ার হোসেন সরকার। আরো বক্তব্য রাখেন আব্দুস সাত্তার খান,আতাউর রহমান খান, আহ্বায়ক সাহাদাত হোসেন, মনোয়ার খান, সাহালম সাফা, জাকির গাজী, জাফর ঢালী, অভি, হালিম মিয়া, সোহেল হাসিব প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয় বাংলা ব্যন্ডের শিল্পীরা নাচে, গানে মাতিয়ে তুলেন অনুষ্ঠানে আগত হাজারো দশকের।
বক্তারা বাঙালি জাতির এ গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিনে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রধানমন্ত্রীর সাহসিকতা, বলিষ্ঠ সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপের বাঙালির স্বপ্ন পূরণের দিনে এ সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দিত করেন।
#MKTELEVISION #MKTVBD #MKTVBDNEWS
Post a Comment