ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানোতে মনছা ক্লাবে আয়োজনে অলইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় উদ্বোধন হল ক্রিকেট টুনামেন্ট ২০২২
আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন টিজারা পয়েন্ট এর কর্নধার আমিনুল ইসলাম । এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ইতালির বিভিন্ন শহরের মোট ৬টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানান আয়োজক সংগঠন ক্রীড়া সম্পউদ্বোধনী ম্যাচে এসি মনছা টসে জিতে প্রথমে বনারত্তি একাদশ কে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে। বনারত্তি একাদশ নির্ধারিত ১০ ওভারে ১৩৩ রানে সংগ্রহ করে। জবাবে এসি মনছা ব্যাট করতে নেমে ৮৯ রানে অল আডট হয়ে যায় , ৪৪ রানের বিশাল জয় পায় বনারট্টি একাদশ , ২৩ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অফদ্যা ম্যাচ হয় রনি আহমেদ । উক্ত টুনামেন্টির প্রচার সহযোগিতায় রয়েছে , ওঙঘ ঃা সহ অলইউরোপয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি।
#MKTVBD #MKTVTelevision
Post a Comment