ইতালির ভেনিসে আয়োজনে সান জুলযি়ানো র্পাকে ঈদ পুর্নমলিনী ও পঠিা উৎসব অনু...

ইতালির ভেনিসে চ্যানেল প্রবাহের আয়োজনে সান জুলিয়ানো পার্কে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত ইতালি প্রতিনিধি : দেশের সীমানা পেরিয়ে ,প্রবাসের মাটিতে ইতালির জল কন্যা ও বিশ্বের অন্যতম পর্যটন নগরী ভেনিসের সান জুলিয়ানো পার্কে বাংলার সাংস্কৃতি , বাংলার কৃষ্টি কালচার ও নানা রকমের পিঠা পরিবেশনের মাধ্যমে ইতালি থেকে পরিচালিত চ্যানেল প্রবাহের আয়োজন ঈদ পুনর্মিলন ও পিঠা উৎসব আয়োজন করা হয় । চ্যানেল প্রবাহ্ এর ব্যবস্থপনা পরিচালক কাজী মাহ্ফুজ রানা ও সহ ব্যবস্থাপনা পরিচালক সোহেলা আক্তার বিপ্লবী , প্রধান পৃষ্ঠপোষক শাইখ আহমেদ সহ চ্যানেল প্রবাহ পরিবারের সকলের সহযোগিতায় সুন্দর অনুষ্ঠানটি উযাপিত হয়। পিঠা উৎসবে অংশগ্রহণকারী মহিলাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেন চ্যানেল প্রবাহের সাবেক প্রধান উপদেষ্টা ও ইতাল বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জনাব মনোয়ার ক্লার্ক ও চ্যানেল প্রবাহের বর্তমান প্রধান উপদেষ্টা ও মানবতার ফেরিওয়ালা মোবারক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসের মানবিক সামাজিক ও আঞ্চলিক সংগঠন সহ ভেনিসের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভেনিস বাংলা স্কুলের সভাপতি জনাব সৈয়দ কামরুল সারোয়ার, ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি কাজী আব্দুল্লাহ আল বাকী রোনক, নরসিংদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য বেল্লাল হাসাইন, কিশোর গঞ্জ জেলা সমিতির সভাপতি তাজুল ইসলাম, বৃহত্তর ঢাকা ভেনিসের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ , শিল্পী আবুল কালাম আজাদ, চ্যানেল প্রবাহের । #MKTVBD #Mktelevision

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget