ভেনিসে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান
মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারনে জলকন্যা খ্যাত ভেনিস সহ আসে পাশের শহর গুলো প্রান চাঞ্চল্যেতা হারিয়ে গিয়েছিলো। ইতালির পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় আবার ফিরে আসতে শুরু করেছে প্রান চাঞ্চল্যেতা। খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ।
বানিজ্যিক ও পর্যটন নগরী হিসেবে পরিচিত ইতালির ভেনিস শহর। দেশী বিদেশী পর্যটকদের পদচারণায় মুখরিত এ শহর টি অনেকটাই জনশূন্য হয়ে গিয়েছিলো মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারনে। ছিলোনা দেশী বিদেশী পর্যটকদের পদচারণা । বন্ধ হয়ে গিয়েছিলো রেস্তোরাঁ সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান । কর্মহীন হয়ে পরেছিলো হাজারো মানুষ।
২০১৯ সালে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে পর্যটকদের আগমন বন্ধ হয়ে যাওয়ায় ইতালিয়ান সহ বহু বাংলাদেশী ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এতে বেকার হয়ে পরেন অনেকেই ।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বন্ধ হওয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে ব্যবসায়ীরা ।
ইতিমধ্যে ইতালির বিভিন্ন শহর হতে পর্যটকরা আসতে শুরু করেছে ভেনিস ও আসে পাশের শহর গুলোতে।
ভেনিসের পিয়াচ্ছা সান মার্কো , লিদো, মুরানো, বুড়ানো , পিয়াচ্ছা আলে রোমা সহ বিভিন্ন স্হানে পর্যটকদের পদচারণায় কিছুটা প্রান ফিরে পাচ্ছে । ভেনিসে বসবাস রত বাংলাদেশীরা মনে করেন পর্যটকদের আগমন বৃদ্ধি পেলে পূনরায় জমে উঠবে জলকন্যা খ্যাত ভেনিস শহর।
Post a Comment