সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দূর্নীতি, আর এই দূর্নীতি ও লুটপাটের জন্য জনগণ দূর্ভাগের শিকার হচ্ছে--- মির্জা ফখরুল

সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দূর্নীতি, আর এই দূর্নীতি ও লুটপাটের জন্য জনগণ দূর্ভাগের শিকার হচ্ছে--- মির্জা ফখরুল


 https://youtu.be/g_HiA6ZZE6w

 

সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দূর্নীতি, আর এই দূর্নীতি ও লুটপাটের জন্য জনগণ দূর্ভাগের শিকার হচ্ছে--- মির্জা ফখরুল 

 ঠাকুরগাঁও প্রতিনিধি :

 ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দূর্নীতি, আর এই দূর্নীতি ও লুটপাটের জন্য জনগণ দূর্ভােগের শিকার হচ্ছে তিনি আরাে বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কােন সম্ভাবনা নেই 

সােমবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন

মির্জা ফখরুল বলেন এই সরকার সম্পূনভাবে ব্যর্থ! এখন জনগনের কােন প্রতিনিধিত্ব, রাজনতিক দলের বা রাজনতিক নেতৃত্বের কােন মূল্য নেইএসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান , সহ- সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

আওয়ামীলীগের বিভিন্ন সমালোচনা করে বিএনপি মহাসচিব আরো বলেন, করোনার লকডাউনে একদিকে মানুষ খেতে পারছে না অথচ সেই মানুষগুলোকে ঘরে থাকতে বলা হচ্ছেছয়কোটি দারিদ্র সীমার নিচে মানুষের জন্য কোন প্রণোদনা দেয়া হয় নাইপ্রণোদনা দেয়া হয়েছে গার্মেন্টস্ , ইন্ডাস্ট্রিজ মালিদের

 

ফখরুল আরো বলেন, করোনা নিয়ন্ত্রণ ও সংক্রমণ প্রতিরোধ করবার সরকারের কোন আন্তরিকতা নেইএরকারণ হলো সরকারি হাসপাতাল গুলোতে দুর্নীতির একটা বিরাট সুযোগ সৃষ্টি হয় এবং প্রধান মন্ত্রীর প্রণোদনার টাকা লুটপাট করে খায় তারা এসব বিষয়ে জনগণ, অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান গুলোকে সম্পৃক্ত করতে বিএনপি প্রথম থেকেই বলে আসছেকিন্তু এনিয়ে সরকার কোন চিন্তাই করেন নাই

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget