রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ১৯৫২ সালের আন্দোলনে নিহত শহীদদের স্বরণে যথাযোগ্য মর্যাদায় ইতালির ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
গাইবান্ধার পলাশবাড়ীতে ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
"অবশেষে পার্বতীপুরের ইউএনও ফাতেমা খাতুনকে বদলী করা হোল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে"
হাবিব ইফতেখার, পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীদের আন্দোলনের মুখে তিনি কার্যালয় ছেড়ে সরকারি বাসভবন থেকে দাপ্তরিক কাজ করছিলেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।
অনিয়ম দূর্নীতি ও আওয়ামী প্রীতির সংশ্লিষ্টতার অভিযোগে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে গেল বুধবার বেলা তিনটায় স্থানীয় শহীদ মিনার সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ইউএনও ফাতেমা খাতুনকে অপসারণের দাবিতে। পরে বিক্ষোভ কারীরা ইউএনও কার্যালয়ে গিয়ে অবস্থান নেয় বাক বিতন্ডা হয়। এক পর্যায় কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় থেকে বেরিয়ে বাসভবনে চলে যান ইউএনও। পরদিন বৃহস্পতিবার থেকে তিনি কার্যালয়ে না গিয়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করতে থাকেন।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সাথে কথা হলে পার্বতীপুর উপজেলার ইউএনও ফাতেমা খাতুনের বদলীর বিষয়টি নিশ্চিত করে বলেন হ্যা হ্যা ইতোমধ্যে তাকে রীলিজও দেয়া হয়েছে। একজন এডিএম এর মাধ্যমে আজ সোমবার গমন আগমন দায়িত্ব গ্রহন ও অর্পন প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছিল এ সংবাদ পাঠানো পর্যন্ত। ইউএনও ফাতেমা খাতুনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি আর ফোন রিসিভ করেন নি।
জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলামের সাথে কথা হলে বলেন, ‘অনিয়ম ও দুর্নীতি করার জন্য আমরা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করিনি। কোনো অবস্থাতেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।
হাবিব ইফতেখার,
পার্বতীপুর প্রতিনিধি
০১৭৩৮১৮১১৮৯
১৭।২।২৫
তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু
তিস্তার পানির ন্যাহ্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের অন্যান্য এলাকার মতো গাইবান্ধার সুন্দরগঞ্জেও অভিনব প্রতিবাদ শুরু হয়েছে। ‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর উপজেলার হরিপুর-চিলমারী ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর পাড়, যেখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন এই ব্যতিক্রমী কর্মসূচিতে। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন।
আজ সোমবার বিকেলে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরকত উল্লাহ বুলু। জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এ অভিনব কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ।